বগুড়ায় ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল মজিদ বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে শহরের রহমাননগর এলাকায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের ধাক্কায় আব্দুল মজিদ নিহত হন। পরে খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আব্দুল মজিদ আগে বাসের ড্রাইভার ছিলেন। ছয় বছর ধরে তার কোনো কাজ ছিল না। তিনি ভবঘুরের মতো বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন এবং মানসিক রোগেও ভুগছিলেন বলে জানা গেছে।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/নি