logo
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:০৯
ট্রাক্টর থেকে পড়ে চালকের সহকারী নিহত
নাটোর প্রতিনিধি

ট্রাক্টর থেকে পড়ে চালকের সহকারী নিহত

নাটোরের লালপুরে মাটিবাহী ট্রাক্টর থেকে পড়ে ফরহাদ আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

 

সোমবার ভোরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহোরকায়া ঝাপড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী উপজেলার মহোরকায়া গ্রামের আজিত মোল্লার ছেলে। সে ওই ট্রাক্টরে চালকের সহকারীর কাজ করত।

 

স্থানীয়রা ও পুলিশ যায়, মাটি বহনকারী ট্রাক্টরটি ঝাওতলা এলাকায় কাজে যাচ্ছিল। পথে হঠাৎ করে ট্রাক্টরের ওপর থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় ফরহাদ।

 

ট্রাক্টরের চালক তসলিম (২০) ট্রাক্টর নিয়ে পালিয়ে যান।

 

লালপুর থানার ওসি মোনয়ারুজ্জজামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক সুরতহাল করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ভোরের আকাশ/নি