এনামুল হক রাঙ্গা, বগুড়া: পৃর্ব বগুড়া তথা গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা অনুষ্ঠিত হবে আজ বুধবার। এই মেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে মহিষাবান ইউনিয়ন তথা উপজেলাজুড়ে।
জানা যায়, প্রায় ৪শ বছর পূর্ব থেকে সনাতনধর্মের সন্ন্যাসী পূজা উপলক্ষে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী বন্দরের পূর্বধারে পোড়াদহ নদীর পশ্চিমধারে সম্পূর্ণ ব্যক্তি মালিকানা জমিতে এক দিনের জন্য ঐতিহ্যবাহী এই পোড়াদহ মেলা বসে। প্রতি বছর বাংলা সনের মাঘ মাসের শেষ অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবার মেলাটি হয়।
এ মেলাকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠে মেলার আশপাশ গ্রামের সব ধর্মের মানুষ। তবে মেলাটি এক দিনের হলেও চলে দু’থেকে তিন দিন পর্যন্ত। এ মেলায় অনেক লোকজনের সমাগম ঘটে। এই এলাকায় ঈদ বা অন্য কোনো উৎসবে জামাই মেয়েদের কিংবা নিকটাত্মীয়দের দাওয়াত না দিলেও চলে, কিন্তু পোড়াদহ মেলায় সবাইকে দাওয়াত দিয়ে ধুমধাম করে খাওয়াতে হয় যা এখন রেওয়াজে পরিণত হয়েছে।
মেলা উপলক্ষে ওই এলাকার গৃহবধূরা আগেভাগেই ঘর-দুয়ার পরিষ্কার করা, মুড়ি-খৈ ভাজা, নারিকেলের নাড়ু তৈরি করা এবং ইতিমধ্যে আত্মীয়স্বজনদের দাওয়াত দেয়া হয়েছে। মেলার স্থান পোড়াদহ এলাকায় হলেও লোকজনের বাড়তি হওয়ায় মেলাটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্থানে। পোড়াদহ মেলাকে ঘিরে মেলা বসে সুবোধ বাজার, দূর্গাহাটা, বাইগুনী, দাঁড়াইল, তরনীহাট, পেরীহাটসহ আশপাশের বিভিন্ন স্থানে।
প্রতি বছরের মতো এবারের মেলারও মূল আকর্ষণ হলো দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। তরে এবারো মেলায় বাঘাইর মাছ বিক্রি ও প্রদর্শন নিষিদ্ধ রয়েছে। মাছ ছাড়াও বড় বড় মিষ্টি আর কাঠের তৈরি ফার্নিচার ওঠে এই মেলায়। ফার্নিচার কেনাবেচা মেলার দিনে চললেও মূলত মেলার পরের দুই দিনেও পুরোদমে কেনাবেচা হয়।
এ ছাড়াও বিভিন্ন আসবাবপত্র, বড়ই, কৃষি সামগ্রী ও খাদ্যদ্রব্য হাট-বাজারের মতোই ক্রয়-বিক্রয় হয়। এ ব্যাপারে মেলার পরিচালক স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, জেলা প্রশাসনের অনুমতিক্রমে মেলাটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এলাকার যুবসমাজের সহযোগিতায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। মেলায় নাগরদোলা, চরকি, সার্কাস, মোটরসাইকেল খেলাসহ শিশুদের জন্য অন্যান্য খেলা চলবে।
এ ব্যাপারে গাবতলী থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, পোড়াদহ মেলাটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হবে। মেলায় কোনো জুয়া কিংবা অশ্লীল নাচ-গান করার চেষ্টা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।
এ বিষয়ে ইউএনও মো. আফতাবুজ্জামান-আল-ইমরান বলেন, মেলায় বাঘাইড় মাছ বেচাকেনা নিষেধ রয়েছে। বন্য সংরক্ষণ অধিদপ্তর বাঘাইড় মাছ বেচাকেনা নিষেধাজ্ঞা জারি করেছেন। কেউ মেলায় বাঘাইড় মাছ বেচার জন্য প্রদর্শন করলে এক বছরের কারাদন্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অর্থদন্ড দন্ডিত হবে।
ভোরের আকাশ/নি