হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি মহাসচিব গুলশান চেয়ারপারসনের অফিসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জরুরি ভাবে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অধ্যাপক মুমিনু জামানের অধিনে ভর্তি করা হয়েছে। দুপুর ১ টা ১৬ মিনিট ইউনাইটেড হাসপাতাল কার্ডিয়াক এইচডিইউতে আনা হয়।
তিনি জানান, সকালে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব। সাড়ে ১১ টার দিকে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। তখন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিএনপি মহাসচিবের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন শায়রুল।
ভোরের আকাশ/আসা