গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ডাকাতের কবলে পড়ে নিখোঁজ ৯ জেলের মধ্যে ৪ জনের সন্ধান মিলেছে। সোমবার সকালে ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তাফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, বরগুনার তালতলী উপজেলার মাছ ধরার একটি ট্রলার ৪ জন জেলেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করে। তাদের পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে নিয়ে আসা হচ্ছে। বাকি পাঁচজন জেলের এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।
মোস্তফা চৌধুরী বলেন, ডাকাতের সাথে জেলেদের কি ঘটেছিল। উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসা দিয়ে সুস্থ করার পর বিস্তারিত জানা যাবে। অন্যরাও হয়তো অপর কোনো জেলে ট্রলারে উদ্ধার হয়ে থাকতে পারে।
শুক্রবার সন্ধ্যায় এফবি ভাই ভাই নামের মালিকানাধীন ওই ট্রলারটি ১৮ জেলে নিয়ে পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে যাত্রা শুরু করে। রাত আড়াইটার দিকে পায়রা বন্দর বয়া এলাকায় ডাকাতের হামলার শিকার হন তারা। এ সময় জেলেদের কুপিয়ে জখম করে প্রায় ৫ লাখ টাকার রসদ সামগ্রী লুটে নিয়ে যায় দস্যুরা।
ঘটনার পরপরই নিখোঁজ জেলেদের সন্ধানে বঙ্গোপসাগরে র্যাব, নৌ পুলিশ ও কোস্টগার্ড এই তিন বাহিনীর সমন্বয়ে উদ্ধারাভিযান শুরু হয়।
দক্ষিণ জোন কোস্টগার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী বলেন, আমরা খবর পেয়েছি চারজন জেলে তালতলী উপজেলার একটি ট্রলারে জীবিত উদ্ধার হয়েছে। তাদের পাথরঘাটা নিয়ে আসা হচ্ছে।
পাথরঘাটা আসার পর উদ্ধার জেলেদের নাম জানা যাবে। বাকিদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।
র্যাব-৮ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, চার জেলে একটি ট্রলারে জীবিত উদ্ধার হয়েছে। বাকিদের সন্ধান ও ডাকাত দলটি আটকে অভিযান চলছে।
ভোরের আকাশ/নি