logo
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:২৮
নেটওয়ার্ক ঠিক হয়েছে: গ্রামীণফোন
নিজস্ব প্রতিবেদক

নেটওয়ার্ক ঠিক হয়েছে: গ্রামীণফোন

গ্রামীণফোনের নেটওয়ার্ক ঠিক হয়েছে। ব্যবহারকারীরা কল করতে পারছেন।

 

বৃহস্পতিবার বেলা ২ টা ১০ মিনিটে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার। যদিও তিনি বেলা দেড়টার দিকে একটি সংবাদ মাধ্যমকে বলেছিলেন নেটওয়ার্ক ঠিক হতে আরো অন্তত দুই ঘন্টা লাগতে পারে। তারই ৪০ মিনিটের মাথায় নেটওয়ার্ক ঠিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

 

এছাড়া গ্রামীণফোন এক বিবৃতিতে বলেছে, গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে রাস্তায় খননকাজ চলার সময় অনিচ্ছাবশত ফাইবার অপটিক ক্যাবল কেটে যায়। এতে গ্রামীণফোনের কিছু গ্রাহক সংযোগ পেতে সমস্যায় পড়েন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সব সমস্যার সমাধান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে এই অপারেটরের নেটওয়ার্কে ভয়েস ও ইন্টারনেট ব্যবহারে সমস্যার সম্মুখীন হন। এসময়ে ব্যবহারকারীদের কেউ কারো সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে পারেননি। ভোগান্তিতে পড়েছেন তারা। ভোগান্তিতে পড়ার অভিযোগ জানিয়ে ব্যবহারকারীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন।

 

ভোরের আকাশ/আসা