logo
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:১৫
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আরাফাত হোসেন আবিদ (২১) নামে এক যুবকের মরদেহ ‍উদ্ধার করেছে পুলিশ। 

 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।

 

আরাফাত হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টেংকেরপাড় এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে।

 

পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের ছেলেকে সৌদিপ্রবাসী নোমানের পরামর্শে ইয়াছিন ও হযরত নামের দুই যুবক পরিকল্পিতভাবে হত্যা করেছে।

 

পরিবার জানায়, বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে আরাফাত জন্মনিবন্ধন করতে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ থেকে আরাফাতের মৃত্যুর বিষয়টি জানানো হয়।

 

নিহত যুবকের পরিবার আরও জানায়, আরাফাতের বন্ধু সৌদিপ্রবাসী আশুগঞ্জের লালপুর এলাকার নোমানের পরামর্শে শরীফপুর এলাকার ইয়াছিন এক তরুণীসহ আরফাতকে সঙ্গে নিয়ে আশুগঞ্জে হযরতের বাড়িতে উঠে। সেখানে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

 

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ইয়াছিন আরাফাত আবিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে মরদেহের সঙ্গে তৃষা নামের এক তরুণী ছিল।

 

তিনি জানান, আবিদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বুধবার তারা পরিবারের অজান্তে বিয়ে করে পরিচিত এক বাসায় ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে মৃত্যুর রহস্য উদঘাটন হবে বলে মনে করেন পুলিশের এই কর্মকর্তা।

 

ভোরের আকাশ/আসা