logo
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৪৬
ফেরা
জাকিয়া জেসমিন যূথী

ফেরা

ছবি: সংগৃহিত

ফেরা

জাকিয়া জেসমিন যূথী 

যখন ফিরে ফিরে চায় বারে বার

পিছু হটে যাও

ভেংচি কেটে বলো, তুমি তো সে নও আমার

তারপরে বহুদিন, বহুপথে

আপনার ফেলে আসা পুরোনো সে পথে অন্বেষা

অস্পৃশ্য সে

অন্তরা ছুঁয়ে গায় না এক পল

ডাকে না সে তো বটেই

তাকাবারও কি তার থাকে সময়?

ভালোবাসা ডাকে না শুধু প্রয়োজনে

ভালোবাসা ডেকে যায় ক্ষণে-অক্ষণে

বুঝে নিতে হয় তাকে ছোট ছোট শ^াসে

অভিমান জমে যদি হয়ে যায় বরফের চাই

ক্ষমতার জোর সে কি পারে ভেঙে দিতে?

পুরোনো রে করো না হেলা

সব সময় ছায়া হয়ে ছিলো যে পাশে পাশে

বুঝে নেয়ার চেষ্টা হোক রত

অতি ঘন ব্যস্ততার এক ফালি অবসরে!

অভিমানে অনুরাগে বাড়ে ভালোবাসা

গভীর ভালোবাসায় চলে যায় দূর অনন্ত অভিমানে

ফিকে হয়ে যেতে যেতে রঙহীন সাদা

শীতের বৃষ্টি যেমন অধরা

সেও হারায় অনেক অনেক দূর

ফিরে আর পাবে কি তাকে

সে যে চলে গেছে নিজের হৃদয়েরও অদূর!

 

ভোরের আকাশ/নি