পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের গিয়াস উদ্দিন মিয়ার বাড়ি থেকে ফকির বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘ ২৬ বছর ধরে সংস্কার না করায় দুর্ভোগের কবলে পড়েছেন ওই গ্রামের ১০ হাজার মানুষ।
বর্তমানে ধুলো মাড়িয়ে সড়কটিতে চলাচল করতে হচ্ছে জনসাধারণের।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলজিইডির তত্ত্বাবধানে ১৯৯৬ সালে ওই গ্রামের গিয়াস মৃধার বাড়ি থেকে ফকির বাড়ি পর্যন্ত ৮শ মিটার কার্পেটিং সড়ক নির্মাণ করা হয়। সড়কটি নির্মাণের কিছুদিন পরই ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়।
এরপর আর সড়কটি মেরামত হয়নি। বর্তমানে এমন অবস্থা যে ধূলিময় সড়কটি দিয়ে চলাচল করলে বাড়ি ফিরে গোসল করতে হয়।
ওই গ্রামের মামুন মৃধা বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন কালিশুরী ইউনিয়নের উত্তর রাজাপুর, পূর্ব রাজাপুর, কবিরকাঠি, ছিটকা, পোনাহুড়া, রণভৈরব, ধলাপাড়া, আড়াইনাও, মানখান ও সিংহেরাকাঠি গ্রামের কয়েক হাজার মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন।
নির্মাণের ২৬ বছরে মেরামত না করায় এখন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
কালিশুরী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার মঞ্জুরুল আলম হিরন মৃধা বলেন, সড়কটি মেরামত করা সময়ের দাবি।
কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন জামাল সিকদার বলেন, খুব দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেয়া হবে।
ভোরের আকাশ/নি