logo
আপডেট : ১৮ মার্চ, ২০২৩ ১৮:১৭
জামিন পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি
নিজস্ব প্রতিবেদক

জামিন পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন চিত্র নায়িকা মাহিয়া মাহি।

 

প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় শনিবার বিকেলে তাকে জামিন দেয় আদালত।

 

এর আগে সৌদি আরব থেকে দেশে ফেরার পর আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সেখান থেকে তাকে দুপুরে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। এসময় পুলিশ সাত দিনের রিমান্ড চায়। কিন্তু গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের (সিএমএম) বিচারক মো. ইকবাল হোসেন রিমান্ড নামঞ্জুর করে মাহিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

গতকাল শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করে পুলিশ।

 

মাহি ও রাকিব ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। এই মামলায়ই গ্রেপ্তার করা হয় মাহিকে।

 

ভোরের আকাশ/আসা