বরগুনা জেলার পাথরঘাটার হরিণঘাটা ইকোপার্কের বনের জিনতলা দক্ষিণ বনের গভীরে দুটি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার সকালে পাথরঘাটার রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য ভোরের আকাশকে নিশ্চিত করেছেন।
জানা যায়, পাথরঘাটার হরিণঘাটা ইকোপার্কের হরিণঘাটা দক্ষিণ বনের গভীরে মধ্যে খালে জেলেরা মাছ স্বীকার করার সময় দুটি মৃত হরিণ দেখতে পায়।
এর পর হরিণ দুটি উদ্ধার করে সোমবার সন্ধ্যায় পাথরঘাটা ফরেস্ট অফিসে নিয়ে আসেন।
হরিণের মৃতদেহ দেখতে পাওয়া জেলে আব্দুল হাকিম ভোরের আকাশকে বলেন, সোমবার দুপুরে বনের মধ্যে খালে মাছ শিকার করতে গিয়ে নদীর পাড়ে দুটি হরিণের মরদেহ দেখতে পাই।
এরপর বিষয়টি বন বিভাগকে জানানো হয়।
পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মৃত হরিণ দুটি মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য স্যামপল সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।
মৃত হরিণ দুটি প্রায় ১৫০ কেজি হবে। রিপোর্ট পেলে কারণ জানা যাবে।
এ ছাড়া বন বিভাগের আইন অনুযায়ী হরিণ দুটি চামড়া ও শিং সংরক্ষণ করা হবে।
ভোরের আকাশ/নি