logo
আপডেট : ২৩ মার্চ, ২০২৩ ১৫:৫৮
পথচারী নারীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

পথচারী নারীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

দিনাজপুরের ফুলবাড়ীতে পথচারী নারীকে রাস্তার ধারের ধানক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুসা আলম (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর কদমতলী নামক স্থানে ঘটনাটি ঘটেছে। আটক মুসা আলম পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

 

থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই নারী ফুলবাড়ী থেকে আশ্রয়ণ প্রকল্পে নিজ বাড়ীতে যাওয়ার সময় পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর কদমতলী নামক স্থানে মুসা আলম ওই নারীর পথরোধ করে জোরপূর্বক রাস্তার পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

 

এ সময় নারীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ধর্ষণ চেষ্টাকারি মুসা আলমকে হাতেনাতে আটক করে থানায় খবর দেয়।

 

পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধারসহ ধর্ষণ চেষ্টাকারি মুসা আলমকে আটক করে রাত ১০টার দিকে থানায় নিয়ে আসে।

 

এ ব্যাপারে নারীটি বাদী হয়ে বৃহস্পতিবার ফুলবাড়ী থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন, যার মামলা নং ১৪।

 

এদিকে অভিযুক্ত মুসা আলমকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার জন্য বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত একজন জনপ্রতিনিধিসহ বেশ কিছু তদবিরকারি তদবির চালান।

 

মামলা নথিভুক্তি হওয়ায় তদবিরকারিরা হতাশ হয়ে বাড়ী ফিরতে বাধ্য হয়েছেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, অভিযুক্ত মুসা আলম নারীটিকে ধর্ষণের চেষ্টা করার পাশাপাশি শ্লীলতাহানী করেছে।

 

অভিযুক্ত মুসা আলমকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

ভোরের আকাশ/নি