logo
আপডেট : ২৭ মার্চ, ২০২৩ ১৫:৫৬
ডিআরইউতে থায়রয়েড স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

ডিআরইউতে থায়রয়েড স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিনামূলে থায়রয়েড স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডিআরইউ’র এ আয়োজনে সহযোগিতা করেছে ইউথায়রয়েড (থায়রয়েড টাস্ক ফোর্স), বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি।

 

শনিবার (২৫ মার্চ) ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগি অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম। ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।

 

ডা. শাহাজাদা সেলিম বলেন, বাংলাদেশের ২৫ শতাংশ মানুষ থায়রয়েড রোগে আক্রান্ত। সচেতনতার অভাবে এই রোগ সম্পর্কে মানুষের ধারণা নেই। বাচ্চাদের মেধা বিকাশের জন্য এই রোগের সম্পর্কে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ।

 

থায়রয়েড চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সদস্যদের অনুরোধে আগামী ২৫ মে আবারো এই রোগের স্ক্রিনিং করানো হবে।

 

ভোরের আকাশ/আসা