logo
আপডেট : ৩১ মার্চ, ২০২৩ ১১:৪৫
মন্দির ধসে আটজনের মৃত্যু

মন্দির ধসে আটজনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি হিন্দু মন্দিরের অভ্যন্তরীণ ঘোরানো সিঁড়ির কুপের আচ্ছাদন ধসে প্রায় ২৫ জন কূপে পড়ে যাওয়ার পর বৃহস্পতিবার অন্তত ৮ জন ভক্তের মৃতদেহ এবং এক ডজনের বেশী লোক উদ্ধার করা হয়েছে। খবর এএফপি’র।

 

পুলিশ জানায়, ইন্দোর নগরীতে অবস্থিত মন্দিরটির সিঁড়িযুক্ত কূপের মেঝে ধসে পড়লে ভক্তরা ওই কুপে ভেতরে ডুবে যায়।

 

উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এ কথা উল্লেখ করে পুলিশ কর্মকর্তা মনীশ কাপুরিয়া এএফপিকে বলেন, ‘আমরা আটটি মৃতদেহ উদ্ধার করেছি ও প্রায় এক ডজন লোককে উদ্ধার করেছি।’

 

টেলিভিশন ফুটেজে জরুরী কর্মীরদেরকে দড়ি ও মই ব্যবহার করে কূপে আটকে পড়াদের কাছে পৌঁছতে দেখা গেছে।

 

অন্যান্য ভিডিওতে ধসে পড়া মেঝেতে কূপের গুহামুখ ও স্টিলের রডগুলো দেখা যায় এবং পুলিশ সদস্যরা এলাকাটিকে দড়ি দিয়ে ঘিরে সিল করে দিয়েছে।

 

ভোরের আকাশ/আসা