logo
আপডেট : ৩১ মার্চ, ২০২৩ ১৯:৩০
৫ বছরেও শেষ হয়নি ১০ স্কুলের নির্মাণ কাজ, পাঠদান কার্যক্রম ব্যাহত
রিয়াজ মাহমুদ বিনু, লক্ষ্মীপুর

৫ বছরেও শেষ হয়নি ১০ স্কুলের নির্মাণ কাজ, পাঠদান কার্যক্রম ব্যাহত

রিয়াজ মাহমুদ বিনু, লক্ষ্মীপুর: ঠিকাদারী প্রতিষ্ঠান নাভানা কন্সট্রাকশন লিমিটেডের অবহেলায় লক্ষ্মীপুরের রামগতিতে ১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ শেষ হয়নি পাঁচ বছরেও। ফলে এসব বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। বিশ^ব্যাংকের আর্থিক সহযোগিতায় বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা আশ্রয় প্রকল্পের আওতায় ৩ তলা বিশিষ্ট স্কুলভবন কাম আশ্রয় কেন্দ্রগুলোর নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। নিয়মানুযায়ী ২৪ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পর তিন বছর পার হলেও শেষ হয়নি কাজ।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫টির তিল তলার ছাদ ঢালাই কাজ শেষ হয়েছে। দুটির এক তলা এবং তিনটি বিদ্যালয়ের প্রথম তলার পিলার দাঁড়িয়ে আছে। প্রতিটি বিদ্যালয় ভবন নির্মাণের উপকরণগুলো গত ৫ বছর ধরেই পড়ে আছে অযত্ন অবহেলায়।

 

কর্তৃপক্ষের দাবি ভবনগুলোর কাজ চলমান রয়েছে। বাস্তবে এর সত্যতার দেখা মেলেনি। দু’তিনটি ভবনে দেখভালের নামে নামমাত্র কাজ করেছেন এক-দুজন শ্রমিক।

 

চরগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দীন জানান, দীর্ঘদিন ধরে নির্মাণ সামগ্রী মাঠে ফেলে রাখায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। খোলামেলা রাখায় রডগুলোর গুণগত মান নষ্ট হচ্ছে।

 

বিদ্যালয়গুলো হচ্ছে- পশ্চিম চরসীতা হাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, হারুন মোল্লারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, চর কলাকোপা নোমানাবাদ সরকারী প্রথমিক বিদ্যালয়, চর পোড়াগাছা গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্য চরসেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলেকজান্ডার বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্য চরআফজল-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরমেহার মাষ্টারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

 

উপজেলা নির্বাহী প্রকৌশলী মো: সাইফুল ইসলাম জানান, ভবনগুলোর কাজ সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। সহসাই পুরোদমে কাজ শুরু হবে। আশাকরি চলতি বছরের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা আজিজুর রহমান জানান, প্রকল্পের কাজ অনেক আগেই শেষ হয়েছে। আমরা বিভিন্ন সভা-সেমিনারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বহুবার বলেছি যেন দ্রুত ভবনগুলোর কাজ শেষ করা হয়। ভবনের নির্মান কাজ শেষ না হওয়ায় বিদ্যালয়গুলোতে পড়ালেখা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তনু চৌধুরী জানান, এ প্রকল্পের ভবন সংক্রান্ত সমস্যা শুধু রামগতিতে নয়, সারাদেশেই হচ্ছে। যতটুকু জানি কর্তৃপক্ষ কাজগুলো পুনরায় শুরু করছে।

 

ভোরের আকাশ/আসা