logo
আপডেট : ১ এপ্রিল, ২০২৩ ১৪:৪২
মুখাবয়ব
অনিল সেন

মুখাবয়ব

       অনিল সেন

      মুখাবয়ব

 

গোবিন্দ কী জানি ভাঙতে চেয়েছিল

আমার জানা হয়নি!

তবে দেখেছি তার মুখাবয়ব

সেই মুখাবয়বে ছিল সমাজের উপরতলার

মানুষের প্রতি ভেংচি ঘৃণাবোধ।

আমি ঘৃণা প্রকাশে গোবিন্দর মতন

সরলতার মধ্যে এত কঠিন প্রতিবাদী ভঙ্গি

জীবনে আর মেলেনি।

সময়কে পরাজিত করার শক্তি ছিল তার

হয়তোবা, সে কারণে সময় তাকে ধরতে

সাহস করেনি কখনো।

তার পিছন ফিরে তাকানোর ভঙ্গি ছিল

অবোধ শিশুর মতো বজ্রকঠিন।

বোধের দৈন্যতা তাকে কুরে কুরে খেয়েছে

হৃদয়ে লুকানো ছিল বহু না বলা কথা

আমার জানা হয়নি!

 

ভোরের আকাশ/নি