যশোরে পৃথক দুটি ঘটনায় দুই যুবক খুন হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার ঘুরুলিয়া গ্রাম ও শহরের পূর্ববারান্দী নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘুরুলিয়া গ্রামের লতিফ মিয়ার ছেলে ইউসুফ আলী (২৭) ও শেখহাটি গ্রামের বাচ্চু শেখের ছেলে নাহিদ (১৮)।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ইউসুফের ছোট ভাই ইউনুসের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে হাতাহাতি হয়। একপর্যায়ে ইউসুফ তার বড় ভাই ইউনুসের বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, রাত ৯টার দিকে শহরের পূর্ববারান্দী নাথপাড়া নদীর পাড়ে মাঠের মধ্যে কে বা কারা নাহিদের গলায় ছুরিকাঘাত করে চলে যায়। তার গোঙানির আওয়াজ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুইজনের মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে, প্রচুর রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, পৃথক দুটি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কী কারণে খুন হয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে।
ভোরের আকাশ/নি