logo
আপডেট : ৩ এপ্রিল, ২০২৩ ১২:২০
দুই গুণীকে সংবর্ধনা দেবে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা
নিজস্ব প্রতিবেদক

দুই গুণীকে সংবর্ধনা দেবে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা

কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলার শব্দ সৈনিক ড. মনোরঞ্জন ঘোষাল (সংগীত) ও খুলনা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান উপদেষ্টা মরহুম এডভোকেট মঞ্জুরুল ঈমাম (মরণোত্তর) একুশে পদক ২০২৩ ভূষিত হওয়ায় গুণীজন সংবর্ধনার আয়োজন করেছে কেন্দ্রীয় কমিটি।

 

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

 

অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োকজরা।

 

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি ইয়াছিন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক সচিব মেজবাহ উদ্দিন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা।

 

এছাড়াও উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররেফ হোসেন পাকবীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. মো. শরফুদ্দিন আহমেদ, সংগঠনটির উপদেষ্টা ডা. এহসানুল কবির জগলু, পরিচালক কবি নাসির আহমেদ, ঢাবির সিনেট সদস্য মোল্লা মোহাম্মদ আবু কাউসার, আলহাজ্ব মোহাম্মদ ইমরান, হারুন রশিদ আজাদ, সুসান আনোয়ার চৌধুরী প্রমুখ।

 

ভোরের আকাশ/নি