logo
আপডেট : ৯ এপ্রিল, ২০২৩ ১৮:০৫
ধর্ষণে সহযোগিতার দায়ে সাজাপ্রাপ্ত তরুণী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

ধর্ষণে সহযোগিতার দায়ে সাজাপ্রাপ্ত তরুণী গ্রেপ্তার

কিশোরীকে গণধর্ষণে সহযোগিতা করার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক তরুণীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার নাম নূরী পালক (২০)।

 

শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরী পালক চট্টগ্রাম নগরের বন্দর থানার উত্তর গোসাইলডাঙ্গার মৃত বশির পালকের মেয়ে।

 

র‌্যাব জানিয়েছে, ধর্ষণে সহায়তা করার দায়ে নুরীর বিরুদ্ধে যাবজ্জীবন দন্ড প্রদান করেন আদালত। এই মামলায় দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন নূরী। গোপন সূত্রে সংবাদ পেয়ে তাকে হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রোববার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

 

চাঞ্চল্যকর ওই ধর্ষণ মামলা সম্পর্কে র‌্যাব জানিয়েছে, কিশোরীকে বেড়ানোর কথা বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটান নূরী। ঘটনাটি ঘটে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায়।

 

ভুক্তভোগী কিশোরীর খালাতো বোন স্মৃতির বান্ধবী ছিলেন নূরী। খালাতো বোনের সঙ্গে বাইরে বেড়াতে গেলে নূরীর সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়।

 

নূরী তাদের জানায়, পাঁচ দিন আগে তার বিয়ে হয়েছে। এ সময় তার স্বামীর সঙ্গে দেখা করতে অনুরোধ করেন নূরী। নূরীর অনুরোধে ভুক্তভোগী কিশোরী তার খালাতো বোনের সঙ্গে তাদের বাসায় যাওয়ার জন্য রওনা দেয়।

 

বাসায় নিয়ে যাওয়ার কথা বলে ওই কিশোরী ও তার খালাতো বোনকে নগরের ডবলমুরিং এলাকার একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় নিয়ে যায়। সেখানে নূরীর সহযোগিতায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী কয়েকজন ব্যক্তি ওই কিশোরীকে ধর্ষণ করে।

 

পরবর্তী সময়ে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন।

 

তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটির রায় দেয়া হয়।

 

ভোরের আকাশ/নি