logo
আপডেট : ১০ এপ্রিল, ২০২৩ ১৪:২৩
লাইফ সাপোর্টে ডা. জাফরুল্লাহ
নিজস্ব প্রতিবেদক

লাইফ সাপোর্টে ডা. জাফরুল্লাহ

বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

 

সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

 

দপুরে গনস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রেস বিজ্ঞপ্তিতে ডা, জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আধ্যাপক বি: জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব:) গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন,‘ আজ সকাল ১০ টা ৩০ মিনিটে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিভিড় পর্যবেক্ষণে আছন, তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা সেবা চলছে‘।

 

গণস্বাস্থ্য পরিবার দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।"

 

ভোরের আকাশ/আসা