বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা জাফরুল্লাহ চেীধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।
বুধবার এক শোক বর্তায় ফোরামের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, ডা জাফরুল্লাহর মৃত্যুতে দেশের এবং স্বাস্থ্য ব্যবস্থার অপূরণীয় ক্ষতি হয়েছে, যা কোনো ভাবেই কাটিয়ে ওঠা সম্ভব নয়।
বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার রাত ১১ টার দিকে তিনি ইন্তেকাল করেন।
কিডনি জটিলতাসহ নানা সমস্যা নিয়ে গনস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডা. জাফরুল্লাহ।
অবস্থার অবনতি হওয়ায় গত রোববার তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়।
এরআগে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়।
ভোরের আকাশ/আসা