logo
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৩ ১৭:০৯
ঈদযাত্রা
ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক

ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রার আগাম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

 

শনিবার সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনে এ টিকিট বিক্রি করা হয়। গতকাল ২৫ এপ্রিলের টিকিট বিক্রি করেছে রেলওয়ে।

 

প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ ১৬ এপ্রিল বিক্রি হবে ২৬ এপ্রিল, ১৭ এপ্রিল বিক্রি হবে ২৭ এপ্রিল, ১৮ এপ্রিল বিক্রি হবে ২৮ এপ্রিল, ১৯ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিল এবং ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের অগ্রিম টিকিট।

 

গত ২২ মার্চ দেয়া ঘোষণা অনুযায়ী, ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিটের সময়সূচি ধরে ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হচ্ছে। টিকিট কাটতে রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল, ‘Rail Sheba’ অ্যাপ বা যেকোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে এনআইডি/পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাইপূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

 

ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জন্য আন্তঃনগর ট্রেনে যাত্রার ১০ দিন আগের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে গত ১ এপ্রিল। এরই ধারাবাহিকতায় এবার বাড়ি থেকে কর্মস্থলে ফেরার টিকিট অর্থাৎ ফিরতি টিকিটি বিক্রি শুরু করল রেলওয়ে।

 

আগে ট্রেনে পাঁচ দিন আগের অগ্রিম টিকিট পাওয়া যেত। কিন্তু যাত্রীদের সুবিধার্থে ১০ দিন আগেই অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয় রেলওয়ে।

 

এ সিদ্ধান্ত অনুযায়ী ঈদযাত্রার ১০ দিন আগের এবং ফিরতি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়।

 

ভোরের আকাশ/নি