দেশজুড়ে চলছে তীব্র দাবদাহ। গত ৫৮ বছরের মধ্যে উষ্ণতম দিনও দেখে ফেলেছে বাংলাদেশ। আর এই প্রচন্ড গরমের মধ্যে ক্রিকেট খেলার কাজটা দুর্বিষহই হওয়ার কথা।
এই গরমের মাঝে আবার চলছে রমজান মাসও। চলতি ডিপিএলে অনেক ক্রিকেটারই খেলা চালিয়ে যাচ্ছেন রোজা রেখে। যার ফলে অনেক অনেক বেশি পরিশ্রম করে মাঠে খেলছেন ক্রিকেটাররা। এত গরমের মাঝে ডিপিএল খেলার বিপক্ষে মত দিয়েছেন অনেকেই। টুর্নামেন্টের শীর্ষ দল আবাহনীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনও গলা মিলিয়েছেন তাদের সাথে। অন্য কোনো সময়ে ডিপিএল আয়োজনের পক্ষে তিনি।
নিজেদের শেষ ম্যাচের পর সুজন গণমাধ্যমকে বলেন, ‘(এত গরমের মধ্যে খেলা) খুবই কঠিন, কোনো সন্দেহ নেই। ছেলেদের ধন্যবাদ দেই। সবাইকে- ক্রিকেটার, আম্পায়ার যারা গরমে ম্যাচ পরিচালনা করেছে। গরমে (কাজ) করাটা সহজ না। ছেলেরা বারবার অভিযোগ করছে, গরমে খেলা কঠিন। প্রিমিয়ার লিগ কেন জানি এই সময়েই সময় ক্যালেন্ডারে। আমাদের অন্যতম সেরা টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেটের।
বিপিএলের চেয়ে এগিয়ে রাখি। হয়তোবা টিভিতে দেখায় না, কিন্তু আপনি দলগুলোর বাজেট দেখেন, বাজেটও হাই থাকে বড় দলগুলোর। খুবই গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। একটু আগে শুরু করে, গরমের আগে শেষ করতে পারি আমরা, তাছাড়া রমজান চলছিল। অনেকে রোজা রাখতে পারছে না। অনেকে রোজা রেখে খেলছে। সেটাও সমস্যা হচ্ছিল। আমি মনে করি, গরমটা অনেকটা টাফ।’
ডিপিএলের সময়সূচির ব্যাপারে বিসিবি, সিসিডিএমকে আরও বেশি সতর্ক হওয়ার আহব্বান জানিয়েছেন সুজন। তিনি বলেন, ‘এটা আসলে অভিযোগ দেওয়ার কিছু নাই। গরম তো সবাই ফিল করছি। রেকর্ড পরিমাণ গরম তো আবহাওয়া অফিস থেকে বলছে, ৫৮ বছরের মধ্যে। এটার পর অভিযোগের কী আছে। এটা তো সিসিডিএমকেই হতে হবে। এটা তো বিসিবিকে কনসেইন হতে হবে, সিসিডিএমকে কনসেইন হতে হবে।
যেহেতু এটা প্রতিযোগিতামূলক ক্রিকেট হয়, ২০ ওভারের হলেও মানা যেত। বড় ম্যাচ হয়, তারপর একদিন দুইদিন পর পর ম্যাচ খেলতে হয়। নট ইজি। সপ্তাহে আপনি তিনটা ম্যাচ খেলছেন। আমার মনে হয়, আমরা যদি চেষ্টা করি, ক্যালেন্ডারের অন্য সময় খেলা ফেলা যেতে পারে। এই টুর্নামেন্ট থেকে আমরা কিন্তু ওয়ানডের দল সিলেক্ট করি।
ছেলেদের পারফরম্যান্স জরুরি। সেটার দিকে নজর দিলে হয়তো ভালো হয়। বোর্ড ডিরেক্টর হিসেবে আমি জানি কঠিন, তারপরেও আমাদের প্লান করতে হবে, প্রিমিয়ার লিগের কোনো জায়গা করতে পারি কিনা।’
ডিপিএলের প্রথম রাউন্ডের খেলা শেষে ১১ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সুজনের দল আবাহনী। অন্যদিকে সমান পয়েন্ট পেয়ে রানরেটে পিছিয়ে থাকা দুইয়ে অবস্থান করছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
ভোরের আকাশ/নি