logo
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৩ ১৬:১৮
বীরমুক্তিযোদ্ধা জাহানার হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী কাল
নিজস্ব প্রতিবেদক

বীরমুক্তিযোদ্ধা জাহানার হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী কাল

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা ও উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী মরহুম সিরাজুল হকের সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল, ১৮ এপ্রিল।

 

২০২০ সালের এই দিনে (১৮ এপ্রিল) ৮৬ বছর বয়সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

আইনমন্ত্রী আনিসুল হক তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার ব্রাক্ষ্মনবাড়িয়ার কসবা উপজেলায় তাঁর গ্রামের বাড়িতে দোয়া অনুষ্ঠানের পাশাপাশি কসবার বিভিন্ন এতিমখানায় খাবার পরিবেশন করবেন। এছাড়া আইনমন্ত্রীর নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন বীরমুক্তিযোদ্ধা জাহানারা হকের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

 

২০১৯ সালের ২৬ অক্টোবর রাতে ঢাকায় বনানীর বাসভবনে হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোক করেন জাহানারা হক। ওই রাতেই তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দীর্ঘ প্রায় ছয় মাস চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৮ এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি। এরপর তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।

 

ভোরের আকাশ/আসা