প্রতি বছরের মতো এবারো রমজান ও ঈদ উদযাপনে এতিম, বিধবা ও সুবিধাবঞ্চিতদের পাশে ছিল ওব্যাট হেল্পার্স বাংলাদেশ।
রাজধানীর মিরপুর এবং মোহাম্মদপুরের বিভিন্ন বিহারি ক্যাম্পে- বস্তির সুবিধাবঞ্চিত ২ হাজার ১০০ পরিবারের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সংস্থাটি।
এরমধ্যে রাজধানীর মোহাম্মাদপুরের রিং রোডের সুপার শপে ‘প্রিন্স বাজার’ থেকে ডিজিটাল টোকেনের মাধ্যমে কয়েক শ’ দুস্থ পরিবারকে ঈদের বাজার করার সুযোগ করে দেয়া হয়। শতাধিক পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী ও নতুন কাপড় দেয়া হয়।
এছাড়া অর্ধশতাধিক ব্যক্তিকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ওব্যাট হেল্পার্স বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মো. রাজু ।
তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারো ঈদ উদযাপনে দুস্থদের পাশে দাঁড়িয়েছে ওব্যাট হেলপার্স। প্রথমবারের মতো দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে তাদের চাহিদামতো খাদ্যসামগ্রী কেনার সুযোগ করে দেয়া হয়েছে। এসময় তাদের মধ্যে অন্যরকম এক অনুভূতি ছিল। ওব্যাট সবসময় সুবিধাবঞ্চিতদের পাশে রয়েছে বলে জানান তিনি।
ভোরের আকাশ/আসা