‘ম্যাচে সুযোগ না মিললে মাঠ দেখব’ যাওয়ার আগে বলে গিয়েছিলেন এমনটাই। হালকাভাবে হয়তো বলেছিলেন তা, কিন্তু মনে কি আশা ছিল না তার? ছিল বলেই তো ৫ মে পর্যন্ত আইপিএলে থাকার ছাড়পত্র নিয়ে রেখেছিলেন বিসিবির কাছ থেকে। কথা ছিল আইপিএল থেকেই ইংল্যান্ডে যাবেন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে।
কিন্তু তা আর হলো না, আজই দেশে ফিরে আসতে হলো লিটনকে। কলকাতা নাইট রাইডার্স যদিও বিবৃতি দিয়ে তার দেশে ফেরার কারণ ব্যাখ্যা করেছে। তারা জানিয়েছে, ‘পারিবারিক মেডিকেল ইমার্জেন্সির কারণে লিটন দাসকে আজ বাংলাদেশে ফিরতে হচ্ছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তার ও তার পরিবারের জন্য আমাদের শুভকামনা।’ পারিবারিক সংকটের ব্যাপারে জানতে লিটনকে ফোন দেয়া হলেও সাড়া পাওয়া যায়নি। আর এ ব্যাপারে বিসিবি কর্তৃপক্ষও অবহিত নয়।
কলকাতার আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, দুপুরে ইডেন গার্ডেন্সে অনুশীলন করেছিলেন লিটন। হঠাৎই নাকি বাড়ি থেকে বার্তা আসায় দেশে ফিরতে হয় তাকে। আজ গুজরাটের বিপক্ষে ম্যাচে নাকি লিটনকে একাদশে রাখার সুযোগ ছিল।
গত ১৯ দিন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে থেকে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ মিলেছে তার। দিল্লির বিপক্ষে সেই ম্যাচে ৪ রান করার পর দুটি স্টাম্পিং মিস করে পরের ম্যাচগুলোতে আর বিবেচনায় আসেননি লিটন। অতীতে তার মতো আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল আর মাশরাফি বিন মুর্তজাও একটি করে ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি। তামিম ফিরে এসেছিলেন কোনো ম্যাচ খেলতে না পেয়ে।
আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের সেই তিক্ত অভিজ্ঞতা এবার লিটনকেও সইতে হলো। দুঃস্মৃতি হয়ে থাকল তার আইপিএল সফর। ৫০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছিল তাকে। সাকিবও ছিলেন কলকাতাতেই। কিন্তু টুর্নামেন্টের বেশিরভাগ সময় থাকতে না পারবেন না বলে সাকিবকেই তারা অনুরোধ করেছিল সরে যেতে।
সাকিব সরে যাওয়ার পর কেকেআর বিবৃতি দিয়েছিল, ‘ব্যক্তিগত কারণে অংশ নিতে পারবেন না সাকিব’। লিটনের বেলাতেও বিবৃতি দিয়েছে তারা।
ভোরের আকাশ/নি