logo
আপডেট : ৪ মে, ২০২৩ ১৫:২৫
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা, নিহত ৪
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা, নিহত ৪

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইঞ্জিনচালিত অটো ভ্যান ও পিকআপ (মিনি ট্রাক) এর মুখোমুখী সংঘর্ষে দুই শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কোটচাঁদুপুর শহরের কাশিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-কোটাচাঁদপুরের এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের ছেলে রাফান (৭), কালীগঞ্জ উপজেলার বলাকান্দা গ্রামের শাহিন হোসেনের কন্যা খুকুমনি (২) এবং ভ্যানচালক কালীগঞ্জ উপজেলা ঘিঘাটি গ্রামের সোলেমান (৭০) ও অজ্ঞাত এক পথচারী।

 

গুরুতর আহত তিনজনের মধ্যে খুকুমনির নানী শিউলি (৪৮) রাফানের মা রিমা খাতুন (২৫) এবং চট্টগ্রামের ফল ব্যবসায়ী আনোয়র হোসেন (৫২) কে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর। কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এসএম রমিজ উদ্দিন জানান, হাসপাতালে তিনজনের মরদেহ এসেছে।

 

এছাড়াও ৫ জন আহত অবস্থায় আসে। তাদের ৪জনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি একজনের হাসপাতালে চিকিৎসা চলছে।

 

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, ইঞ্জিন চালিত রিকসা ভ্যান ঘটনাস্থলে পৌছালে বিপরিত দিক থেকে পিকআপ (মিনি ট্রাক) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ইঞ্জিন চালিত রিকসা ভ্যানটি পিকআপের নীচে ঢুকে পড়ে।

 

এতে করে নিহত হন তিনজন। আহত হন অপর ৫ জন। তাদের প্রথমে কোটচাদপুর হাসপাতালে নেয়া হয় এবং পরবর্তী সময়ে গুরুতর পাঁচজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। তাদের সকলের অবস্থা গুরুতর।

 

ভোরের আকাশ/নি