বাংলাদেশ ক্রিকেট দলের বিদেশে কোনো সিরিজ পড়লেই খেলা দেখা নিয়ে সমস্যায় পড়েন সমর্থকেরা।
বিশেষ করে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড বা অস্ট্রেলিয়া হলে তো কথাই নেই। টেলিভিশন সম্প্রচার স্বত্ব কিনতে চায় না এদেশের কোনো চ্যানেল। খেলা দেখা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। এবারও একই সমস্যায় পড়তে পারেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। আগামী পরশু প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজটি। তার আগে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো চ্যানেল সম্প্রচার স্বত্ব নেয়নি। এমন অবস্থায় আয়ারল্যান্ড ও অন্যান্য দেশে সিরিজটি কীভাবে দেখা যাবে তা জানিয়েছে আইরিশ ক্রিকেট বোর্ড (সিআই)।
প্রিমিয়ার স্পোর্টস সিরিজটির সম্প্রচার স্বত্ব কিনেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআই।
আয়ারল্যান্ডের প্রিমিয়ার স্পোর্টস-১, চ্যানেল ৪১২, প্রিমিয়ার স্পোর্টস-২, চ্যানেল ৪১৯ এবং নাউ টিভি চ্যানেল সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া ভার্জিন মিডিয়া অনলাইনেও দেখা যাবে সিরিজটি।
বাংলাদেশের সমর্থকেরা কীভাবে ম্যাচগুলো দেখতে পারেন সে বিষয়ে দ্রুতই জানাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে সিআই।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।
ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ৯, ১২ এবং ১৪ মে।
ভোরের আকাশ/নি