logo
আপডেট : ৮ মে, ২০২৩ ১৫:১১
ব্রাহ্মণবাড়িয়ায় বিড়াল উদ্ধারে দমকল বাহিনী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বিড়াল উদ্ধারে দমকল বাহিনী

বিড়াল উদ্ধারে ৬ দমকলকর্মী

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভবনের দু'তলার সানসেটে বেশ কয়েকদিন ধরে আটকে ছিল বিড়ালটি। অবশেষে দমকল বাহিনীর সদস্যরা বিড়ালটিকে উদ্ধার করেন।

 

সোমবার (৮ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই বাড়ির বাসিন্দারা প্রায় সপ্তাহখানেক ধরে বিড়াল ডাকার শব্দ পাচ্ছিলেন; রাত হলেই তারা শব্দ পেতেন। রোববার রাতে বিড়াল ডাকার মিউ মিউ শব্দ শোনার পর সোমবার সকালে বিড়ালটির খোঁজ করতে করতে ছাদে গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখেন দু'তলার জানালার সানসেটের ওপর বসে আছে এটি এবং কোনোদিকে যাবার মতো সুযোগ পাচ্ছিল না।

 

পরে দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে উদ্ধার করেন।

 

ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সামাদ জানান, সকালে বিড়াল আটকে আছে বলে আমাদের খবর দেওয়া হয়। বিড়ালটি জানালার সানসেটে আটকে থাকায় কোনোদিকে যাওয়ার মতো রাস্তা ছিল না।

 

তাই গত সপ্তাহখানেক ধরে বিড়ালটি সেখানে আটকে ছিল। শেষে দমকল বাহিনীর ৬ সদস্য বিপদে থাকা বিড়ালটিকে উদ্ধার করে।

 

ভোরের আকাশ/নি