logo
আপডেট : ১৩ মে, ২০২৩ ১৩:৫৬
নৌযান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক

নৌযান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মোখার কারণে সারা দেশে নৌযান চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ।

 

শনিবার এক বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিএ জানায়,  ঘূর্ণিঝড় মোখার কারণে সারা দেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীন নৌপথে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকবে।

 

অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৭৫ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে।

 

কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।