logo
আপডেট : ১৩ মে, ২০২৩ ১৭:৪১
এক ইলিশের দাম ৯৮০০ টাকা
রাজবাড়ী প্রতিনিধি

এক ইলিশের দাম ৯৮০০ টাকা

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর এক ইলিশ বিক্রি হয়েছে ৯ হাজার ৮০৪ টাকায়। ইলিশটির ওজন হয়েছিল ২ কেজি ৫৮০ গ্রাম। শনিবার সকাল ১০টায় পদ্মা নদীর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ফরিদপুরের সীমান্তবর্তী দেবীপুর চরের জেলে জাহাঙ্গীর হালদারের জালে মাছটি ধরা পড়ে।

 

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরি ঘাটে আনা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি ৩ হাজার ৬০০ টাকা কেজি দরে ৯ হাজার ২৮৮ টাকায় কিনে নেন।

 

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, অনেক দিন পর এত বড় সাইজের ইলিশ মাছ দেখা গেল এ এলাকায়। মাছটি বিক্রি করে আমার কিছু টাকা লাভও হয়েছে। পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে বলে তিনি জানান। গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু বলেন, বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়ার কারণে এ মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। নদীতে নাব্য সংকটের কারণে এ বড় ইলিশ মাছগুলো কম ধরা পরেছে।

 

ভোরের আকাশ/মি