logo
আপডেট : ১৮ মে, ২০২৩ ১৪:০১
৩ হাজার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

৩ হাজার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভার অর্জুনদি, ভট্রপুর, ভবনাথপুর, গোবিন্দপুর ও দওপাড়া এই পাঁচটি এলাকার অবৈধভাবে সংযোগ নেয়া প্রায় ৩ হাজার গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নূর।

 

ঘুরে দেখতে পাওয়া যায়, গৃহিণীরা চুলা তৈরি করছে, কেউ আবার ইট দিয়ে চুলা বানিয়ে রান্না করছে, অনেকে আবার এলপি গ্যাস ক্রয় করার কাজে ব্যস্ত।

 

তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান দৈনিক ভোরের আকাশকে বলেন, সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ব্যবহার করার কারণে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

 

পর্যায়ক্রমে সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হবে।

 

অবৈধভাবে গ্যাস সংযোগ জড়িতদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

ভোরের আকাশ/নি