logo
আপডেট : ১৮ মে, ২০২৩ ১৫:২৭
মধুপুরে ধান-চাল সংগ্রহ শুরু
মধুপুর (টাংগাইল) প্রতিনিধি

মধুপুরে ধান-চাল সংগ্রহ শুরু

মধুপুর পৌর শহরের খাদ্যগুদামে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ শুরু হয়

টাঙ্গাইলের মধুপুরে সরকারিভাবে বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ শুরু করেছে খাদ্য অধিদপ্তর।

 

বৃহস্পতিবার দুপুরে মধুপুর পৌর শহরের কলেজপাড়ার খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে।

 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য ও গুদাম কর্মকর্তা শাকিলা শারমিন। ধান-চাল ক্রয় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন।

 

এ সময় মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, গুদাম কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নামনি, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ।

 

চলতি মৌসুমে মধুপুর উপজেলায় কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ১১ হাজার ৬০ টন ধান ও ৪০ টাকা কেজি দরে ৬ হাজার চারশ ২৩ টন চাল সংগ্রহ করা হবে।

 

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে খাদ্যশস্য সংগ্রহ জোরদার করেছে খাদ্য বিভাগ।

 

ভোরের আকাশ/নি