logo
আপডেট : ১৮ মে, ২০২৩ ১৬:৩২
ডিএসইতে সূচকের উত্থান বাড়ল লেনদেনও
অর্থনৈতিক প্রতিবেদক

ডিএসইতে সূচকের উত্থান বাড়ল লেনদেনও

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে লেনদেন পরিমান। বাজার মূলধনও বেড়েছে। তবে কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান দ্বিগুন বেশি হয়েছে।

 

প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে। বেড়েছে বাজার মূলধন। তবে কমেছে লেনদেন পরিমান।

 

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৯৩২ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭১১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি টাকা।

 

আগেরদিন মঙ্গলবার মূলধন হয়েছিল ৭ লাখ ৭০ হাজার ৬০১ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩৬ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৫টি এবং কমেছে ৫৭টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮১টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯০ দশমিক ১৯ পয়েন্টে।

 

এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৯৬ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯৫ দশমিক ২৮ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৮ দশমিক ২৪ পয়েন্টে।

 

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১২ কোটি ৭৩ টাকা শেয়ার। আগেরদিন মঙ্গলবার ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৩৪১ কোটি টাকা।

 

আগেরদিন বুধবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫৫ হাজার ৪৮ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২৯৩ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৬টি, কমেছে ৪৫টি এবং পরিবর্তন হয়নি ৯০টির।

 

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩০ দশমিক ৪৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দশমিক ২৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪ দশমিক ৮৩ পয়েন্ট এবং সিএসসিএক্স ১৬ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৬ দশমিক ১৩ পয়েন্টে, ১৩ হাজার ৪৪৭ দশমিক শূন্য ৯ পয়েন্টে এ।

 

ভোরের আকাশ/নি