উর্দুভাষী বাংলাদেশীদের ভোটাধিকার আদায়ের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে জাতীয় পতাকা র্যালি করেছে উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম)।
বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্লবীতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউএসপিওয়াইআরএম'র সভাপতি মো. সাদাকাত খান ফাক্কুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু, সহ-সভাপতি আব্দুর রাশিদ খান বিরেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান সোহেল প্রমুখ।
সমাবেশে মো. সাদাকাত খান ফাক্কু বলেন, উর্দুভাষীরা মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসে। ২০০৮ সালের ১৮ই মে হাইকোর্টের দেয়া রায় বাস্তবায়নের ফলে উর্দুভাষীরা নিজ সন্তানদের ভালো স্কুল কলেজে ভর্তি করাতে পারছেন। চাকুরী ও ব্যবসা করতে পারছেন। আমাদের কাছে আজ ভোট আছে বলেই রাজনৈতিক নেতারা আমাদের খোঁজখবর নেন।
এজন্য ১৮ই মে উর্দুভাষী বাংলাদেশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। স্বাধীনতার ৫১ বছর পর উর্দুভাষী নাগরিকদের পুনর্বাসনে সু-স্পষ্ট ঘোষণা দেয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে পুনর্বাসের আগে বিহারিদের ক্যাম্প উচ্ছেদ ও বিদ্যুৎ বিচ্ছিন্নের কার্যক্রম বন্ধ রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
এর আগে ২০০৮ সালের ১৮ই মে উর্দুভাষীদের সংগঠন ইউএসপিওয়াইআরএমের সভাপতি সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে সংগঠনটির ১১ নেতৃবৃন্দের দায়ের করা এক রীটের প্রেক্ষিতে সারাদেশের ১১৬টি ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদের নাম জাতীয় ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করাসহ তাদের জাতীয় পরিচয়পত্র প্রদানের রায় দেয় হাইকোর্ট।
তখন থেকে প্রতিবছর ১৮ই মে ভোটাধিকার দিবস হিসেবে পালন করে আসছে উর্দুভাষীরা।
ভোরের আকাশ/নি