logo
আপডেট : ২০ মে, ২০২৩ ১৪:৪৬
প্রথম দিনে দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস
কুয়াকাটা প্রতিনিধি

প্রথম দিনে দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

পটুয়াখালীর কুয়াকাটায় গভীর সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিন নিষেধাজ্ঞার প্রথম দিনে দেড় লাখ মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

 

এসব জালের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

 

শনিবার সকালে লেম্বুর বন সংলগ্ন সমুদ্র থেকে এসব জাল উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো অসাধু জেলেকে আটক করতে পারেনি পুলিশ।

 

পরে এসব জাল মহিপুরের শীববাড়িয়া নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ আখতার মোর্শেদ জানান, রাত ১২টা থেকে সুমদ্রে অভিযান শুরু করে কুয়াকাটা নৌ-পুলিশ। পরে লেম্বুর বন সাগর মোহনা থেকে এসব জাল উদ্ধার করা হয়।

 

অসাধু জেলেদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

ভোরের আকাশ/নি