রাজধানীর রাজারবাগ এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি মো. মুসাকে আটক করেছে র্যাব-১০।
শুক্রবার দুপুরে র্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মুসা রাজধানীর রাজারবাগ এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি। তিনি পটুয়াখালীর সদর থানার টেংরাখালী এলাকার গনি হাওলাদারের ছেলে।
র্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আটক আসামি একটি সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার। তার নেতৃত্বে এ ডাকাত দলটি রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল।
আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/নি