logo
আপডেট : ২৭ মে, ২০২৩ ১৬:১৮
বিদেশি পিস্তল, গুলিসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিদেশি পিস্তল, গুলিসহ আটক ১

বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

 

আটক রাজশাহীর বোয়ালিয়া থানার হেতাংকা ছোট মসজিদ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. কমল (৩৮)।

 

শনিবার সকাল সাড়ে ৯টায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

 

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অস্ত্র নিয়ে রাজশাহীর উদ্দেশে গমন করবে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ব্যাটলিয়নের একটি বিশেষ টহল দল কয়লাবাড়ী টোল প্লাজায় অবস্থান নেয়।

 

এ সময় একটি সিএনজি তল্লাশি করে আটক কমলের কোমর থেকে লুঙ্গির মধ্যে লুকিয়ে রাখা আমেরিকার তৈরি ৭.৬৫ মি.মি. পিস্তলটি উদ্ধার করা হয়।

 

ব্যাটলিয়নের অধিনায়ক জানান, ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান বিজিবি অধিনায়ক।

 

ভোরের আকাশ/নি