logo
আপডেট : ২৯ মে, ২০২৩ ১৩:৩৮
আল-মদিনা ফার্মার লেনদেন শুরু আজ
অর্থনৈতিক প্রতিবেদক

আল-মদিনা ফার্মার লেনদেন শুরু আজ

এসএমই খাতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের লেনদেন শুরু হবে আজ সোমবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে কোম্পানি কোড ৬৮০০৪।

 

গত ২৫ মে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারে (কিউআইও) বরাদ্দপ্রাপ্ত শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এর আগে ৭ মে কোম্পানিটির আবেদন গ্রহণ শুরু হয়েছিল। আবেদন চলে ১১ মে পর্যন্ত।

 

গত ১ ফেব্রুয়ারি এসএমই খাতে আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের কিউআইওর অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলন করে।

 

উত্তোলিত অর্থ দিয়ে ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ১ জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৫ পয়সায়।

 

এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

বিএসইসির শর্ত মতে, লেনদেন শুরুর পর থেকে ৩ বছর কোম্পানিটি কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

 

ভোরের আকাশ/নি