logo
আপডেট : ২৯ মে, ২০২৩ ১৭:৪৩
১৬ ব্যাংকের নগদ অর্থের সংকট
অর্থনৈতিক প্রতিবেদক

১৬ ব্যাংকের নগদ অর্থের সংকট

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬টি ব্যাংকের ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে পড়েছে। চলতি বছরের প্রথম তিন মাসের (জানুয়ারি-মার্চ) ব্যবসায় এমন চিত্র দেখা গেছে । ব্যাংকগুলোর ঋণাত্মক ক্যাশ ফ্লোর পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৭২ কোটি টাকা।

 

এর মধ্যে রয়েছে এবি ব্যাংক, সিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইএফআইসি, ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাংক।

 

যখন একটি প্রতিষ্ঠানের ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে পড়ে, তখন ওই প্রতিষ্ঠানে এক ধরনের নগদ অর্থের সংকট দেখা দেয়।

 

আর্থিক প্রতিবেদন তৈরির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, যে প্রতিষ্ঠানের ক্যাশ ফ্লো যত বেশি ঋণাত্মক ওই প্রতিষ্ঠানে নগদ অর্থের সংকট তত বেশি। তবে ব্যাংক কোম্পানিতে স্বল্পসময়ে ক্যাশ ফ্লো কিছুটা ঋণাত্মক থাকলে তাতে সমস্যার সৃষ্টি হয় না। কিন্তু দীর্ঘ মেয়াদে ক্যাশ ফ্লো ঋণাত্মক থাকলে বুঝতে হবে ওই ব্যাংক সমস্যার মধ্যে পড়েছে।

 

ক্যাশ ফ্লো ঋণাত্মক অবস্থায় থাকা ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ইসলামী ব্যাংক। চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৫২ টাকা ৬ পয়সা। এতে প্রতিষ্ঠানটিতে মোট অপারেটিং ক্যাশ ফ্লো রয়েছে ঋণাত্মক ৮ হাজার ৩৮১ কোটি ৬১ লাখ ১৪ হাজার টাকা। গত বছরের প্রথম তিন মাসে ব্যাংকটির ক্যাশ ফ্লো পজিটিভ ছিল। সে সময় শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২৪ টাকা ২২ পয়সা।

 

দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ঋণাত্মক ৩০ টাকা ৯৪ পয়সা। এতে মোট ঋণাত্মক ক্যাশ ফ্লো হয়েছে ৩ হাজার ২৩৬ কোটি ৩৪ লাখ ৯১ হাজার টাকা। গত বছরও ব্যাংকটির ক্যাশ ফ্লো ঋণাত্মক ছিল। গত বছরের জানুয়ারি-মার্চ সময়ে শেয়ারপ্রতি ঋণাত্মক ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৮১ পয়সা। এ হিসেবে প্রতিষ্ঠানটির ঋণাত্মক ক্যাশ ফ্লো প্রায় আটগুণ বেড়েছে।

 

এদিকে শেয়ারপ্রতি ১৮ টাকা ৪২ পয়সা ক্যাশ ফ্লো ঋণাত্মক হওয়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে এবি ব্যাংক। প্রতিষ্ঠানটির ক্যাশ ফ্লো মোট ঋণাত্মক হওয়ার পরিমাণ ১ হাজার ৪৮৫ কোটি ৮০ লাখ ৩২ হাজার টাকা।

 

অন্যদিকে গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১০ টাকা ৯৬ পয়সা। এতে মোট ঋণাত্মক ক্যাশ ফ্লোর পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩০ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার টাকা। এক বছর আগে ব্যাংকটির ক্যাশ ফ্লো পজিটিভি ছিল। গত বছরের জানুয়ারি-মার্চ সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ২৯ পয়সা।

 

চলতি বছরের তিন মাসে আইএফআইসি ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৩ টাকা ৫ পয়সা। এতে মোট ঋণাত্মক ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫৪৪ কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকা।

 

অন্যদিকে তিন মাসে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছ ঋণাত্মক ৮০ পয়সা। মোট ঋণাত্মক ক্যাশ ফ্লোর পরিমাণ ৫১ কোটি ১৭ লাখ ৩৫ হাজার টাকা। এক বছর আগে ব্যাংকটির ক্যাশ ফ্লো পজিটিভ ছিল। গত বছরের জানুয়ারি-মার্চ সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৩২ পয়সা। ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ২৭ পয়সা।

 

এতে ব্যাংকটির মোট ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৭৩০ কোটি ৮৮ লাখ ৮ হাজার টাকা। গত বছরও ব্যাংকটির ক্যাশ ফ্লো ঋণাত্মক ছিল। গত বছরের জানুয়ারি-মার্চ সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ৫ টাকা ৪৪ পয়সা।

 

এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি ঋণাত্মক ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ২৭ পয়সা। এতে মোট ক্যাশ ফ্লোর পরিমাণ দাঁড়িয়েছে ঋণাত্মক ১০০ কোটি ৭০ লাখ ৬৬ হাজার টাকা। প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৩৫ পয়সা।

 

একইভাবে চলতি বছরের তিন মাসে পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৫ টাকা ৫৮ পয়সা। মোট ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৫৭৩ কোটি ৭৮ লাখ ৮১ হাজার টাকা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ১৯ পয়সা।

 

সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪৩ পয়সা। এতে মোট ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৩৫ কোটি ৪৪ লাখ ২ হাজার টাকা। গত বছরও ব্যাংকটির ক্যাশ ফ্লো ঋণাত্মক ছিল।

 

সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৫ টাকা ৮৩ পয়সা। স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ২ টাকা ৮২ পয়সা। এতে মোট ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে পড়েছে ২৯৯ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা। এক বছর আগে ব্যাংকটির ক্যাশ ফ্লো পজিটিভ ছিল।

 

ট্রাস্ট ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ১ টাকা ৫১ পয়সা। উত্তরা ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৪ টাকা ৬৭ পয়সা।

 

ভোরের আকাশ/নি