logo
আপডেট : ৩০ মে, ২০২৩ ১৮:২৬
কক্সবাজার পৌর নির্বাচন বিদ্রোহী মেয়র প্রার্থী বহিষ্কার
স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার পৌর নির্বাচন 
বিদ্রোহী মেয়র প্রার্থী বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে কক্সবাজার পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মোজাম্মেল হকের বড় ছেলে মাসেদুল হককে জেলা কমিটির সদস্যপদ থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। অন্যদিকে রোববার রাতে জেলা যুব মহিলা লীগের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মাসেদুলের ছোট বোন তাহমিনা চৌধুরী।

 

গত ১৯ মে মাসেদুল হকের ছোট ভাই কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাইছারুল হককে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত পত্রে বহিষ্কার করা হয়। বহিষ্কার পত্রে জানানো হয়েছে, দলীয় শৃংখলা ভঙ্গ করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী মাবুর বিরুদ্ধে ভাইয়ের পক্ষে প্রচারাভিযানে নামায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর বাবুর নির্দেশনায় বহিষ্কার করা হলো। কাইছারুল হক জুয়েল বহিষ্কারাদেশের প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে জানান, বহিষ্কারাদেশের পূর্বেই তিনি পদত্যাগ করেন। তাহমিনা চৌধুরী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র দিয়েছেন।

 

এ বিষয়ে তাহমিনার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, তিনি বড় ভাই মাসেদুল হকের পক্ষে নির্বাচনী প্রচারে মাঠে নেমেছেন। নারী ভোটারদের সংগঠিত করছেন। ভাইয়ের জন্যই দলের পদ ছেড়েছেন তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে মাসেদুল হক মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রের সিদ্ধান্তে তাকে জেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

ভোরের আকাশ/মি