logo
আপডেট : ১ জুন, ২০২৩ ১৬:১৮
২ কোটি ৩৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্বের হার কমেছে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

২ কোটি ৩৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্বের হার কমেছে: অর্থমন্ত্রী

গত দেড় দশকে দেশে নতুন ২ কোটি ৩৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সরকার এই কর্মসংস্থানের সৃষ্টি করেছে। ফলে দেশে বেকারত্বের হার কমেছে।

 

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থমন্ত্রী।

 

অর্থমন্ত্রী বলেন, ২০০৭ সালের জরিপে দেশে মোট কর্মসংস্থান ছিল ৪ কোটি ৭৩ লাখ। গত দেড় দশকে আওয়ামী লীগ সরকার নতুন করে আরও ২ কোটি ৩৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।

 

২০২৩ সালের জরিপ অনুযায়ী দেশে এখন মোট কর্মসংস্থানের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ১১ লাখ জনে।

 

অর্থমন্ত্রী বলেন, বেকারত্বে হার ২০১০ সালের ৪.৫ শতাংশ হতে ২০২২ সালে ৩.২ শতাংশে নেমে এসেছে। কর্মক্ষেত্রে নারী শ্রমশক্তির অংশগ্রহণের হার ২০১৬ সালের ৩৬.০ শতাংশ হতে ২০২২ সালে ৪২.৭ শতাংশে উন্নীত হয়েছে।

 

ভোরের আকাশ/নি