logo
আপডেট : ৩ জুন, ২০২৩ ১৩:২২
আর্সেনিক আতংকে ১১৭ গ্রামের মানুষ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

আর্সেনিক আতংকে ১১৭ গ্রামের মানুষ

কুমিল্লার লাকসাম উপজেলায় আর্সেনিক আক্রান্ত রোগীর হাত

কুমিল্লা দক্ষিণাঞ্চলের বৃহত্তর লাকসাম উপজেলার প্রায় ১১৭টি গ্রামের ৩০ হাজার লোক আর্সেনিক আক্রান্ত হয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। আর্সেনিক নামের মহাদুর্যোগে আক্রান্ত রোগীদের মাঝে গবেষণা ও রোগ প্রতিরোধে সরকারি-বেসরকারি এনজিও বিদেশি আর্থিক সংস্থাগুলোর তৎপরতা দেখা গেলেও নাটকীয় বাণিজ্যের কারণে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।

 

স্থানীয় একাধিক সূত্র জানায়, এ নিয়ে আমেরিকার সিকাগো ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আর্সেনিক গবেষণা প্রকল্প বাংলাদেশে ২০০৭ সালে কার্যক্রম শুরু করে। এরপর দি হাঙ্গার প্রজেক্ট, ব্র্যাক ও ওয়ার্ল্ড ভিশন, সূর্যের হাসি ক্লিনিক ও মেরিস্টোপসহ একাধিক দাতাসংস্থার অর্থায়নে বৃহত্তর লাকসামের ৪টি উপজেলায় আর্সেনিক মুক্তকরণে ব্যাপক উদ্যোগ নিলেও তা এখন অনেকটাই অনুপস্থিত।

 

ওইসময় প্রাথমিক পর্যায়ে বিভিন্ন এলাকায় প্রায় দুই সহস্রাধিক লোককে আর্সেনিক রোগী হিসেবে চিহ্নিত এবং কয়েক হাজার লোককে এ রোগের চিকিৎসার আওতায় আনে। জেলা দক্ষিণাঞ্চলের লাকসাম, লালমাই, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার বেশ ক’টি সরকারি-বেসরকারি সামাজিক সংগঠন ৪ উপজেলার প্রায় লক্ষাধিক লোক নিয়ে গবেষণা ও আর্সেনিকমুক্ত কার্যক্রম চালালেও চলমান সময়ে ওই প্রকল্পটি লাল ফিতায় বন্দি হয়ে পড়ে।

 

এর মধ্যে লাকসাম উপজেলার ৩২টি গ্রামে ৬ হাজার ৮শ, মনোহরগঞ্জ উপজেলার ২৭টি গ্রামে ৬ হাজার ৩শ, লালমাই উপজেলার ২৩টি গ্রামে ৩ হাজার ৬শ ও নাঙ্গলকোট উপজেলার ৩৫টি গ্রামে ৭ হাজার ১শ লোককে আর্সেনিক আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

সূত্রগুলো আরো জানায়, বিশেষ করে লাকসাম পৌর এলাকাসহ উপজেলার ৭টি ইউনিয়ন ও মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন, লালমাই উপজেলার ৯টি ইউনিয়ন ও নাঙ্গলকোট উপজেলার পৌরসভাসহ ১৬টি ইউনিয়নসহ ৪ উপজেলার ১১৭টি গ্রামের প্রায় ১৫ ভাগ মানুষ আর্সেনিকে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

 

ওইসব এলাকায় আর্সেনিক রোগীর মাঝে গবেষণা ও রোগ প্রতিরোধে বিভিন্ন বেসরকারি আর্থিক সংস্থা প্রায় ৩ হাজার সনোফিল্ডার এবং বিপুল পরিমাণ ওষুধ বিতরণ, স্বাস্থ্য সচেতনতায় সভা-সেমিনার ও সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে এ রোগের প্রতিকারের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরলেও তার কোনো প্রতিকার নেই।

 

যুক্তরাষ্ট্রের আইসিডি, ডিআরবি, ভার্টমাউন্ট, মেডিকেল স্কুল এ গবেষণা কার্যক্রমের সাথে জড়িত এবং ইউনিসেফ ও ভিপিএইচইর সহায়তায় আর্সেনিক গবেষণা কাজে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহযোগিতার কথা থাকলেও বৃহত্তর লাকসামের ৪টি উপজেলায় এদের কোনো কার্যক্রম নেই।

 

এ ছাড়া এ অঞ্চলে আগামী কিছুদিনের মধ্যে আর্সেনিক মহাদুর্যোগ হিসেবে ঝুঁকি রয়েছে। পাশাপাশি এলাকার প্রায় ৯৮ ভাগ টিউবওয়েল আর্সেনিকযুক্ত, ৫৬ ভাগ টিউবওয়েল মল যুক্তে আক্রান্ত। বিভিন্ন সংস্থা ৩ বছর মেয়াদে আর্সেনিকমুক্ত বেশক’টি টিউবওয়েল স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে অনেকটাই পিছিয়ে। সদ্য স্থাপিত প্রতিটি টিউবওয়েল থেকে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানির সুবিধা অনেক তলানিতে।

 

এ ব্যাপারে জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও প্রাথমিক শিক্ষা বিভাগের দায়িত্ব অতি মুখ্য হলেও এ মহাদুর্যোগ আর্সেনিকের ভয়াবহতা রোধে কারো কোনো মাথাব্যথা নেই। বর্তমান মহাদুর্যোগ আর্সেনিক সম্পর্কে জানতে চাইলে কোনো দপ্তরই মুখ খুলতে নারাজ এবং ওই সংস্থাগুলোর কর্মকর্তাদের মুঠো ফোনে বারবার চেষ্টা করেও এ সম্পর্কে তথ্যনির্ভর কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

ভোরের আকাশ/নি