logo
আপডেট : ৪ জুন, ২০২৩ ১১:৪৮
আম গাছে আম নাকি সফেদা, কৌতূহল স্থানীয়দের মাঝে
বাগেরহাট প্রতিনিধি

আম গাছে আম নাকি সফেদা, কৌতূহল স্থানীয়দের মাঝে

কালার পাল্টে সফেদার মতো হয়ে গেছে গাছের আম

আমের ভরা মৌসুম জ্যৈষ্ঠ মাসে আমের গাছগুলোতে কাঁচা-পাকা আম না ঝুলে ঝুলছে ছফেদা। যা নিয়ে গাছের মালিক কিংবা সাধারণ মানুষের মনে দেখা দিয়েছে নানান প্রশ্ন। কোনোভাবেই বোঝার উপায় নেই, আম নাকি সফেদা।

 

এলাকার স্থানীয়রা জানালেন, ফলগুলো আমই। হঠাৎ সবুজ আমের গায়ে এমন ধূসর বর্ণ দেখে কেউ বুঝতেই পারছেন না।

 

কয়েকটি গ্রামে আমের রংয়ের পরিবর্তে সফেদার রং এবং আকারেও ছোট হওয়ায় প্রথমে দেখলেই মনে হবে সফেদা। কয়েক বছর ওইসব গাছে আমের ভালো ফলন হলেও এ বছর এমন সফেদার রূপ ধারণ করেছে, যা নিয়ে স্থানীয়দের মাঝে নানা কৌতূহল দেখা দিয়েছে ।

 

বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিখাদা, সিংবাড়ি,আমড়াগাছিয়া ও রাজৈর গ্রামের অনেক বাড়ির গাছে আমের পরিবর্তে থোকায় থোকায় ঝুলছে ছফেদা সদৃশ্য ফল। গ্রামের ওই সমস্ত বাড়ির আম গাছগুলোতে চোখ পড়তেই মনে হবে থোকায় থোকায় ছফেদা ফল ঝুলছে। সবুজ আমের পরিবর্তে ধূসর রংয়ের এই ফল দেখে অনেকেরই মধ্যে রয়েছে নানা কৌতূহল।

 

কিন্তু আম গাছে সফেদা ফল কীভাবে হবে?

 

বিষয়টি নিয়ে জনসাধারণের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে কৃষি বিভাগ বলছে, এটা এক ধরনের রোগ। যা প্রথমে দেখা দেয় উগান্ডায়। এটি এখন বাংলাদেশে দেখা দিয়েছে। তবে এই আম খেলে স্বাস্থ্যের কোনো ক্ষতির সম্ভাবনা নেই । আলো-বাতাস কম থাকা ও স্যাঁতসেঁতে পরিবেশের কারণে এই রোগ দেখা দিয়েছে বলে দাবি কৃষি বিভাগের।

 

শরণখোলা উপজেলার পশ্চিম খাদা গ্রামের আম বাগান মালিক শাহজাহান আকন বলেন, ‘আমার ৭৫ বছর বয়স। জীবনে এর আগে কখনো আম গাছে সফেদার মতো ফল হতে দেখিনি। কোনোভাবেই বোঝার উপায় নেই, আম নাকি সফেদা। বাগানের সব আম সফেদার মতো দেখতে এসব আম পোকায় ভরা।

 

শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, ‘এটা এক ধরনের (দাদ) যা ছত্রাকজনিত কারণে হয়ে থাকে। ছায়াযুক্ত স্থানে গাছ থাকলে এমন ছত্রাক দেখা দিতে পারে,। এই আমের গায়ে ছত্রাকের আবরণ পড়ায় দেখতে সফেদা ফলের মতো হয়েছে। এতে ভয়ের কিছু নেই। ছত্রাকের কারণে পোকা হলেও যে কোনো সময় এ আম খাওয়া যাবে।

 

এই আম খেলে স্বাস্থ্যের কোনো ক্ষতির সম্ভাবনা নেই। গত এক মাস ধরে চলা তাপদাহে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার কারণে আমে ছত্রাকের কারণে এমনটা হয়েছে। যাদের গাছে এমন আম হচ্ছে, তারা কৃষি অফিসের পরামর্শ নিয়ে কীটনাশক স্প্রে করলে আমের এই ছত্রাকজনিত সমস্যার সমাধান হবে।

 

তিনি আরো বলেন, এই ছত্রাকজনিত আম প্রথমে আফ্রিকা মহাদেশের উগান্ডায় দেখা দেয়। এটা এখন বাংলাদেশে কিছু অঞ্চলে আম গাছেও দেখা যাচ্ছে।

 

ভোরের আকাশ/নি