logo
আপডেট : ৪ জুন, ২০২৩ ১৩:৫৯
বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩
হবিগঞ্জ প্রতিনিধি

বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৭ জন।

 

রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

 

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

 

নিহতরা হলো- জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে সিএনজিচালক রফিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়া মহল্লার আজির হুসেনের ছেলে জিয়াউল হক (৩৬) ও আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মুছা মিয়া (৬৪)।

 

শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল বলেন, হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মর্ডান পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এ সময় সিএনজিটি বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ছাড়াও বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

 

গাড়ি দুটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

ভোরের আকাশ/নি