logo
আপডেট : ৯ জুন, ২০২৩ ১২:২৯
কোথাও তাপ প্রবাহ কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক

কোথাও তাপ প্রবাহ কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস

কোথাও তাপ প্রবাহ কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহওয়া অধিদপ্তর।

 

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত শুক্রবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় : রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

পূর্বাভাসে তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে- রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, নেত্রকোনা ও সিলেট জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের উত্তরপশ্চিমাঞ্চলে অব্যাহত থাকতে পারে।

 

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে- এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বিভাগ পর্যন্ত আরো অগ্রসর হতে পারে।

 

ভোরের আকাশ/আসা