গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার তিস্তা বাজার এলাকায় সুন্দরগঞ্জগামী সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে সুন্দরগঞ্জ থানায় প্রেস কনফারেন্স করে এ বিষয়ে জানান গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান।
গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দ্বাবারিয়া এলাকার রহম আলী প্রামানিকের পুত্র তারা মিয়া (৩৭) ও একই জেলার সেরখালি গ্রামের মো. আ. কুদ্দুসের ছেলে মো. জহুরুল ইসলাম রকেট(৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান জানান, গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন এর নির্দেশনা ও তত্ত্বাবধানে সুন্দরগঞ্জ থানা পুলিশ গত ৮ জুন বিকেলে এ,এস আই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় গ্রেপ্তারকৃতদের তল্লাশী করে তাদের কাছে পৃথক দুটি বান্ডিলে ৫০ টি বিভিন্ন রংয়ের দেশীয় তাতের শাড়ীর ভিতর পত্রিকা দিয়ে পেচানো মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য ( শুকনা গাঁজা) উদ্ধার করে।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শুভ্র দেব, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে,এম আজমিরুজ্জামান, গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক, সুন্দরগঞ্জ থানা তদন্ত অফিসার সেরাজুল হক।
ভোরের আকাশ/আসা