logo
আপডেট : ১২ জুন, ২০২৩ ১০:৪২
পোশাক কারখানার গাড়ির কারণে মহাসড়কে যানজট ও জনদুর্ভোগ
বাবুল আহমেদ, মানিকগঞ্জ

পোশাক কারখানার গাড়ির কারণে মহাসড়কে যানজট ও জনদুর্ভোগ

তারাসিমা অ্যাপারেলস লিমিটেডের গাড়িগুলো মহাসড়কের ওপর যত্রতত্র পার্কিং করে রাখা হয়েছে

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় তারাসিমা অ্যাপারেলস লিমিটেডের কর্মী পরিবহনে দেড়শ যানবাহন ঢাকা-আরিচা মহাসড়কে ভোগান্তির কারণ হয়ে উঠেছে। ঢাকা-আরিচা মহাসড়কের পাশেই এ শিল্প প্রতিষ্ঠানটির অবস্থান। এখানে ৮ হাজারের বেশি কর্মী কাজ করেন। মহাসড়কে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করায় তারাসিমা অ্যাপারেলস কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে মানিকগঞ্জ সড়ক বিভাগ। তারপরও প্রতিষ্ঠান থেকে এ ব্যাপারে কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

 

শুধুমাত্র কর্মীদের পরিবহনে কারখানাটির সামনে মহাসড়কের পাশে দেড়শোর মতো যানবাহন অপেক্ষা করে। প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে ৮ ও সন্ধ্যা ৭টার দিকে এসব যানবাহন কর্মী আনা নেয়া করে। আর এই দুই সময়ে প্রায় আধা কিলোমিটার এলাকায় কর্মী পরিবহন গাড়ির জটে মহাসড়কে চলাচলরত যানবাহনের যাত্রী ও শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়।

 

মানিকগঞ্জ সড়ক বিভাগ জানায়, অফিস শুরু ও শেষ হওয়ার সময় বেআইনিভাবে মহাসড়কের ওপরে এবং সোল্ডারসহ মহাসড়কের জায়গা ব্যবহার করে যানজট ও দুর্ভোগ সৃষ্টি করায় প্রতিষ্ঠানটিকে ২০২২ সালের আগস্ট মাসে নোটিশ দেয়া হয়। সাত দিনের মধ্যে মহাসড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিং, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, স্টাফ উঠানামা, মালামাল পরিবহনে গাড়ি পার্কিং করা ইত্যাদি কার্যক্রম বন্ধসহ অবৈধ্য দখলকৃত জায়গা ছেড়ে দেয়ার অনুরোধ করা হয়।

 

শিক্ষক আবু ফাহাদ বলেন, প্রতিষ্ঠানের হাজারো শ্রমিক পরিবহনের জন্য অন্য একটি জায়গা ব্যবহার করলে মহাসড়কে জট হতো না। গাড়িগুলো মহাসড়কের পাশে থাকায় সেখানেই কর্মী উঠানামা করায় জট লাগে। ফলে আমাদের ভোগান্তি বাড়ে।

 

তারাসিমা অ্যাপারেলস লিমিটেডের ম্যানেজার (লোকাল ইস্যু) মোখসেদুর রহমান বলেন, ২০১৭ সাল পর্যন্ত চুক্তিভিত্তিক পরিবহন গাড়ি দিয়ে কর্মী পরিবহন করা হতো। এখন যে সকল যানবাহন কর্মী পরিবহন করে সেগুলোর সঙ্গে প্রতিষ্ঠানের সম্পৃক্ততা নেই। এ সকল যানবাহনের কারণে প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহনগুলোকেও সমস্যায় পড়তে হয়।

 

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী গাউস উল হাসান মারুফ বলেন, তারাসিমা অ্যাপারেলস লিমিটেডের সামনের অংশটুকু সড়ক বিভাগের জায়গা। ওই অংশে কর্মী উঠানামাসহ প্রতিষ্ঠানের মালামাল পরিবহনের যানবাহনের কারণে দুর্ভোগ সৃষ্টি হয়। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে নোটিশ করা হয়েছে।

 

সার্বিক বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ওসি সুকেন্দ বসু বলেন, মহাসড়কে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারাসিমার সামনে ওই অংশের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

ভোরের আকাশ/নি