logo
আপডেট : ১২ জুন, ২০২৩ ১৭:২৯
স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর ফাঁসির রায়
চাঁদপুর প্রতিনিধি

স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর ফাঁসির রায়

চাঁদপুরের কচুয়ার যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী আব্দুস ছালামের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

 

সোমবার চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন। আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

 

মামলার নথি থেকে জানা গেছে, ২০০৯ সালে জেলার কচুয়া উপজেলার নাহারা গ্রামের নাজমা বেগমের (২২) বিয়ে হয় একই উপজেলার তেতৈয়া গ্রামের ছালামের সঙ্গে। বিয়ের এক বছরের মধ্যেই সিএনজিচালিত অটোরিকশা কেনার জন্য স্ত্রীর পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করেন।

 

এই টাকা দিতে অস্বীকৃতি জানালে ২০১১ সালের ১০ অক্টোবর বিকালে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও তার স্বামী ঢাকা মেডিক্যালে নিয়ে যায় এবং ওই হাসপাতালে চার দিন পর নাজমা মারা যান।

 

এদিকে ঘটনার একদিন পর তথা ২০১১ সালের ১২ অক্টোবর ওই নারীর বড় ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে মামলা করলে ১২ বছর পর সাক্ষ্য ও শুনানি শেষে রায় দেন বিচারক।

 

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন খোরশেদ আলম শাওন ও আসামিপক্ষে শাহজাহান মিয়া।

 

ভোরের আকাশ/নি