খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৮১ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক। ২৮১ কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতপাথা প্রতীকের প্রার্থী মো. আ. আউয়াল পেয়েছেন ৫৭ হাজার ৫৮২ ভোট।
বড় কোনো সংঘাত ও সহিংসতা ছাড়াই খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ২৮৯ কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ইতোমধ্যে ২৮১ কেন্দ্রের ফলাফল জানা গেছে।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে খুলনা নগরীর ২৮৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪ টায় ভোটগ্রহণ শেষ হয়।
খুলনায় মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন ৫ জন প্রার্থী।
২৮১ কেন্দ্রে অন্য তিন প্রার্থীর মধ্যে, টেবিল ঘড়ি প্রতীকে এস এম শফিকুর রহমান পেয়েছেন ১৬ হাজার ৪৭১ ভোট, লাঙ্গল প্রতীক নিয়ে মো শফিকুল ইসলাম মধু ১৭ হাজার ৩৬৪ ভোট এবং গোলাপ ফুল প্রতীকে এস এম সাব্বির হোসেন পেয়েছেন ৫ হাজার ৮০২ ভোট।
এই সিটিতে ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ ।
ভোরের আকাশ/ আসা